ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

হেফাজতের চারজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
হেফাজতের চারজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট

ঢাকা: চট্টগ্রামের পটিয়া থানায় হামলার মামলায় হেফাজত ইসলামের চারজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিনপ্রাপ্তরা হলেন- মো. ফোরকান উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. মকবুল ইসলাম চৌধুরী ওরফে ফারুক এবং সোহেল।

বুধবার (৪ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম ও মো. আল আমীন আবদুল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক।

গত ২৬ মার্চ বিকেলে হেফাজতের কর্মীরা মিছিল বের করেন। এরপর তারা চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালায় বলে মামলার অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ৩০ মার্চ পটিয়া থানায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অজ্ঞাত ৭/৮শ নেতাকর্মীকে আসামি করা হয়। এরমধ্যে পুলিশ বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। এ চার আসামিকে গত ১০, ১২ ও ১৮ এপ্রিল গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।