ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

তিন মামলায় ৮ দিনের রিমান্ডে পিয়াসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
তিন মামলায় ৮ দিনের রিমান্ডে পিয়াসা

ঢাকা: মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক তিন মামলায় ফের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (০৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।

এর মধ্যে গুলশান থানার মামলায় দ্বিতীয় দফায় দুই দিন এবং ভাটারা ও খিলক্ষেত থানার মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

গুলশান থানার মাদক মামলায় তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে পিয়াসাকে আদালতে হাজির করে সিআইডি। এ সময় ওই মামলায় ফের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এছাড়া ভাটারা থানার মামলায় ১০ দিন ও খিলক্ষেত থানার মামলায় সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়।

এসব মামলায় রিমান্ড আবেদনের পক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু শুনানি করেন। পিয়াসার পক্ষে আইনজীবী জামিল সিদ্দিকী বাপ্পি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।

গত ১ আগস্ট রাতে পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।