ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

রিমান্ড নামঞ্জুর, পিয়াসা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
রিমান্ড নামঞ্জুর, পিয়াসা কারাগারে

ঢাকা: গুলশান ও ভাটারা থানার দুই মামলায় দ্বিতীয় দফা রিমান্ড আবেদন নামঞ্জুর করে ফারিয়া মাহবুব পিয়াসাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।

গত ৬ আগস্ট গুলশান থানার মামলায় দুই দিন এবং ভাটারা ও খিলক্ষেত থানার মামলায় তিন দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর মধ্যে গুলশান ও ভাটারা থানার দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার পিয়াসাকে আদালতে হাজির করা হয়।

এ সময় গুলশান ও ভাটারা থানার দুটি মাদক মামলায় তার ফের পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্ত সংস্থা সিআইডি। পিয়াসার পক্ষে তার আইনজীবী আরিফ হোসেন মজুমদার রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিএমএম আদালতের কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত এসআই শহিদুল ইসলাম জানান, পিয়াসাকে আজ জেলহাজতে পাঠানো হবে।

তবে খিলক্ষেত থানার পেন্ডিং থাকা তিনদিনের রিমান্ড কবে কার্যকর হবে তা তিনি জানাতে পারেননি।  

গত ১ আগস্ট রাতে বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ পিয়াসাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন গুলশান থানার মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার পৃথক তিন মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।