ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে মাদককারবারির যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
বরিশালে মাদককারবারির যাবজ্জীবন 

ব‌রিশাল: বরিশালে মাদক মামলায় টিটু দাস নামে এক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণ্ করেন।

আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, দণ্ডপ্রাপ্ত টিটু দাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দেলদুয়ার  এলাকার দিলীপ দাসের ছেলে।  

মামলা সূত্রে জানা গেছে, গত বছর ২০ অক্টোবর বরিশাল নগরের ভাটারখাল কলোনি এলাকা থেকে টিটু দাসকে আটক করে মেট্রো ডিবি পুলিশ।  

সেসময় তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ৫০ এম্পুল জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।  

এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবির এসআই মহিউদ্দিন।

মামলার তদন্ত শেষে ডিবির এসআই হেলালুজ্জামান গত বছর ১৪ নভেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রাষ্ট্রপক্ষ ১২ জনের সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আসামির উপস্থিতিতে এই সাজা দেন আদালত। রায় শেষে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।  

মামলাটি রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর।  

বাংলাদেশ সময়: ০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।