ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী আর নেই

ঢাকা: ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী টিকু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকা এ আইনজীবী বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কলাবাগানের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, গোপালগঞ্জ জেলার সদর  থানার মানিকদাহ গ্রামে জন্ম নেওয়া এ আইনজীবী ১৯৮১-৮২ সালে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক শাখার সহ-সম্পাদক ও ২০০১-২০০২ সালে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

তার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও অ্যাটনি জেনারেল এ এম আমিন উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।