ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

চাইলে শারীরিক উপস্থিতিতেও হাইকোর্ট বেঞ্চ চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
চাইলে শারীরিক উপস্থিতিতেও হাইকোর্ট বেঞ্চ চলবে

ঢাকা: কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে হাইকোর্টের যেকোনো বেঞ্চ চাইলে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালনা করতে পারবেন।  

রোববার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

করোনা সংক্রমণ কমে আসায় গত ১১ আগস্ট থেকে হাইকোর্টের সব বেঞ্চে ভার্চ্যুয়ালি বিচার কাজ চলে আসছে।

এ অবস্থায় রোববার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের যেসব বেঞ্চ শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক সেসব বেঞ্চ কর্তৃক নির্ধারিত তারিখ থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণক্রমে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫,২০২১
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।