ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

ছোট দুই ভাই হত্যায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
ছোট দুই ভাই হত্যায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ বহাল

ঢাকা: সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে ছোট দুই ভাইকে খুনের দায়ে বড় ভাইকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স গ্রহণ করে এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান।

দুই ভাই হত্যার দায়ে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবি-উজ-জামান আসামি আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন।

নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি হাইকোর্টে আপিল করেন।

রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান জানান, বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট বিভাগ।

২০১৩ সালের ২২ জুলাই চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দিদার মঞ্জিল এলাকার কাজী বাড়ির আবুল কালাম আজাদ তার ছোট দুই ভাইকে কিরিচ দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। আহত দুই ভাই আবু সুফিয়ান আজাদ (৪৮) ও আবু মোর্শেদ আজাদ (৩৫) ঘটনার দিনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনায় সুফিয়ানের স্ত্রী ইসমত আরা নাসরিন থানায় মামলা করেন। আবুল কালাম পালিয়ে গেলেও পরে পুলিশের হাতে ধরা পড়েন। ২০১৩ সালের ৩ অগাস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।

একই বছরের ৩০ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। পরে বিচার শেষে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।