ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সেই জাপানি নারীর কাছে ৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
সেই জাপানি নারীর কাছে ৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

ঢাকা: মানহানিকর বক্তব্য দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাইতে সেই দুই শিশুর জাপানি মা নাকানো এরিকোকে আইনি নোটিশ পাঠিয়েছেন তাদের বাবা ইমরান শরীর। একইসঙ্গে মানহানির অভিযোগ তুলে ৫ কোটি টাকা ক্ষতিপূরণও চেয়েছেন ইমরান শরীফ।

১২ সেপ্টেম্বর ইমরান শরীফের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

৭ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা এবং ইমরান শরীফের সুনাম নষ্ট করায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় তারা আইনের আশ্রয় নেবেন।

নোটিশে ভাষ্য অনুযায়ী বলা, মা নাকানোর মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশে এসে বিভিন্নভাবে শিশু দুটির বাবাকে হয়রানি ও মানহানি করছে। বাংলাদেশে ভর্তি কানাডিয়ান স্কুলে চিঠি দিয়ে বলা হয়েছে বাবা নাকি শিশু দুটিকে অপহরণ করেছে। যাতে শিশু দুটির স্কুলের ভর্তি বাতিল হয়। এছাড়া শিশুদের সঙ্গে সাক্ষাৎ করতে চোখ বেঁধে নিয়ে যাওয়ার কথা বলেছে। কিন্তু এরিকো স্বেচ্ছায় সেখানে গিয়েছিলেন। তাকে চোখ বাঁধা হয়নি।

আরও পড়ুন>>

**রাত কাটাতে পারবেন জাপানি মা, শিশুদের নিয়ে ঘুরতে পারবেন বাইরেও

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।