ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিএনপি মহাসচিবের অভিযোগ গঠন ২১ নভেম্বর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
বিএনপি মহাসচিবের অভিযোগ গঠন ২১ নভেম্বর 

ঢাকা: পল্টন থানায় ২০১৮ সালে বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ আসামির অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছেন আদালত।  

রোববার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ এর ফাতেমা ফেরদৌস অভিযোগ গঠনের এই আদেশ দেন।

তানভীর আহমেদ খান নামে এই মামলার একজন আসামি মারা গেছেন৷ তার প্রতিবেদন দাখিল না হওয়ায় মামলাটির অভিযোগ গঠন সম্ভব হয়নি।  

এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন।  

তিনি বলেন, কোনো আসামির মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রমাণাদিসহ একটি প্রতিবেদন আদালতে জমা দিতে হয়। এজন্য আসামি পক্ষের আইনজীবীর মাধ্যমে আবেদন করতে হয়। আমরা বিধি মোতাবেক আবেদন করেছি কিন্তু আসামির মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে জমা দেননি। তাই আদালত অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দিয়ে আগামী ২১ নভেম্বর ধার্য করেছেন।

এদিন আসামিপক্ষে প্রায় অর্ধশতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।