ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

জয়পুরহাটে ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
জয়পুরহাটে ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড 

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে হাবিল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৯ সেপ্টেম্ব) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী আসামির অনুপস্থতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায, ২০০৭ সালের ৬ মার্চ বিকেল ৫টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার কলেজ পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে হাবিল উদ্দিন ও পলাশ দুইজনে মিলে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে শারিরীক নির্যাতন চালিয়ে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে।  

এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর বোনো বাদী হয়ে কালাই থানায় ২০০৭ সালের ৭ মার্চ দুই জনকে আসামি করে মামলা করেন।  

এরপর আসামিরা জামিনে পলাতক থাকলেও দীর্ঘ শুনানি শেষে রোববার সংশ্লিষ্ট আদালতের বিচারক আসামি হাবিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অপর ভাই পলাশকে বেকসুর খালাস দেন।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।