ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাবেক কাউন্সিলর রাজীবের জামিন আবেদন খারিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
সাবেক কাউন্সিলর রাজীবের জামিন আবেদন খারিজ

ঢাকা: অর্থপাচার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের জামিন চেয়ে করা আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

আদালতের দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মহিউদ্দিন আহমেদ।

শুদ্ধি অভিযানের সময় ২০১৯ সালের ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাষ্ট্রপক্ষ জানায়, ২১ কোটি ৫৬ লাখ ৫২ হাজার ৩৬৪ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে সিআইডির অর্গানাইজড ক্রাইমের এস আই মো. জায়েদ আলী বাদী হয়ে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি এ মামলাটি দায়ের করেন। এ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন খারিজের পর হাইকোর্টে জামিন চেয়ে আপিল করেন সাবেক কাউন্সিলর রাজীব।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।