ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

রংপুর সিটি মেয়রের মামলায় সাংবাদিক রতনের হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
রংপুর সিটি মেয়রের মামলায় সাংবাদিক রতনের হাইকোর্টে জামিন

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে রংপুর সিটির মেয়রের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সময় টিভির সাংবাদিককে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ তাকে আট সপ্তাহের জামিন দেন।

 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী শাহীনুজ্জামান শাহীন ও লাবনী আক্তার।

গত ২৪ এপ্রিল রাতে রংপুরে সময় টেলিভিশনের প্রতিবেদক রতন সরকারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান।

মামলায় অভিযোগ করা হয়, রতন সরকার মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভিন্ন সময়ে সিটি করপোরেশনকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেন। এক সাংবাদিক ও মেয়র মোস্তাফিজার রহমানকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে তাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
ইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।