ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের আন্ধারমানিক এলাকায় কালিচরণ মণ্ডল হত্যা মামলায় আসামি আজাদ হোসেনের উপস্থিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।  

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন।



মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সনের ১২ জানুয়ারি দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার আন্ধারমানিক গ্রিন ভ্যালি হ্যাচারির পশ্চিম পার্শের সরিষা ক্ষেতে কালী চরণ মণ্ডলকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পরে হাত কর্তন করে এবং বেউথা ঘাটে জনগণ ও পুলিশ ধরে ফেলেন। কালীচরণ মন্ডলের ছেলে গোপাল মণ্ডল ওই একই দিন সদর থানায় মামলা করেন। ২০১৪ সালের ২৪ আসামি আজাদ এর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠিত হয়। বাদী পক্ষের ১৩ জন ও আসামী পক্ষের ৪ জনের সাক্ষ্য শেষে আজ বিকেলের দিকে আসামির উপস্থিতিতে আমৃত্যু কারাদণ্ড দেন। উক্ত মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী মথুর নাথ সরকার এবং আসামি পক্ষে ছিলেন এটিএম শাজাহান।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।