ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল কুমিল্লার আদালতে মামুনুল হক

কুমিল্লা: একটি মামলায় হাজিরা দিতে মাওলানা মামুনুল হককে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।  

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০মিনিটে তাকে আদালতে হাজির করা হয়।

দুপুর ১২টায় শুনানি শেষ হয়।

জানা যায়, কুমিল্লার চান্দিনার জোয়াগে গত বছরের ১৫ ও ১৬ ডিসেম্বর একটি ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিনা অনুমতিতে অবস্থান করাসহ বক্তব্য রাখেন মামুনুল হক। এ ঘটনায় মামুনুলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে তাকে আদালতে নেওয়া হয়েছে।  

তার সঙ্গে হাজিরা দিতে আসেন খালেদ সাইফুল্লাহ নামে এক ব্যক্তি। তিনিও এ মামলার আসামি। সেখানে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৭ নম্বর আমলি আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী শুনানি করেন। কুমিল্লা আদালতের ভারপ্রাপ্ত পিপি নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। মামুনুল হক ওই সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেন। তার নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১/আপডেট ১২৩৫ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।