ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরণে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরণে নিহত ১

ঝিনাইদহ: ঝিনাইদহের চিফ জুডিসিয়াল আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শফিকুল ইসলাম (২৮) নামে একজন নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন আরো ৩ জন। আহতরা হলেন- রাজিব হোসেন (২৭), আজাদ হোসেন (২৮) ও মুস্তাক হোসেন (২৯)।

রোববার (০৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উত্তর কাষ্টসাগরা গ্রামের বসির উদ্দীনের ছেলে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহত চারজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, ঝিনাইদহের চিফ জুডিসিয়াল আদালতের মালখানায় চারজন কাজ করছিলেন। এসময় আদালতের মালখানায় হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীরা তাদের উদ্ধদার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।