ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিএফইউজে নির্বাচনের বাধা কাটলো

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
বিএফইউজে নির্বাচনের বাধা কাটলো

ঢাকা: আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

রোববার (১০ অক্টোবর) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।

ফলে ২৩ অক্টোবর নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আরও পড়ুন: বিএফইউজে নির্বাচন হাইকোর্টে স্থগিত

নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী দীপ আজাদের আবেদনে এ আদেশ দেন চেম্বার আদালত।

এর আগে ভোটার তালিকায় বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের এক সদস্যের করা রিটের শুনানি নিয়ে গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করে রুল জারি করেন।

আদালতে রিট আবেদন করেছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

হাইকোর্টে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তীর্থ সলিল পাল।

ওইদিন তিনি জানান, ভোটার তালিকায় আবেদনকারীর নাম নেই। এ কারণে নাম অন্তর্ভুক্ত চেয়ে তিনি রিট আবেদন করেন। আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করে তাকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না এ মর্মে রুল জারি করেছেন। শ্রম সচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
ইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।