ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন ইউনুস আলী

মেহেরপুর: র‌্যাবের দায়ের করা মাদক মামলায় মেহেরপুরে ইউনুস আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১০ অক্টোবর) দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কুমার বিশ্বাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ইউনুস জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের ইসাহক মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, গোপন তথ্যে ভিত্তিতে ২০১২ সালের ২৪ মার্চ ৯০ গ্রাম হেরোইনসহ ইউনুস আলীকে তার নিজ গ্রামের বাড়ি থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় তার নামে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়। পরে প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট (অভিযোপত্র) দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। এতে আসামি ইউনুস দোষী প্রমাণিত হওয়ায় রোববার তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সাজার রায় দেন আদালত।

মামলায় রাস্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী শহীদ ও আসামি পক্ষে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কৌশুলী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।