ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

ইলিশ শিকার করায় ১৪ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
ইলিশ শিকার করায় ১৪ জেলের কারাদণ্ড আটক জেলেরা

মানিকগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকার করায় ১৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) জেসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পযর্ন্ত যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২১ জেলেকে আটক করা হয় ।  

আটক ব্যক্তিদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয় এবং একই সময়ে পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয় । আটকদের মধ্যে সাতজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বাকি ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয় ।
 
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।