ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

সেই প্রধান শিক্ষক জামিন পাননি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
সেই প্রধান শিক্ষক জামিন পাননি

ঢাকা: কোরবানি নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগের মামলায় লালমনিরহাটের তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায়ের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সালাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

পরে আমিন উদ্দিন মানিক জানান, ঈদুল আজহায় পশু কোরবানি নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় লালমনিরহাটের তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায়কে (৫০) গত ২৩ জুলাই কালীগঞ্জ থানা পুলিশ  গ্রেফতার করে।

গত ২১ জুলাই ওই শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি স্ট্যাটাস দেন। বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পোস্ট দুটি তিনি ডিলিট করে দেন।

পরে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে মো. জহির রায়হান নামে এক ব্যক্তি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।