ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

প্রবাসীদের সমস্যা সমাধানের বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
প্রবাসীদের সমস্যা সমাধানের বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবি

ঢাকা: প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষে বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর সভায় এ দাবি করেছেন সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০৭ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখা এ সভার আয়োজন করে।  

নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলি বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

প্রধান অতিথির বক্তব্যে মনজিল মোরসেদ বলেন, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিচার দ্রুত সম্পন্ন করার জন্য যেভাবে বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়েছে, তেমনিভাবে প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য ট্রাইবুনাল গঠন করতে হবে।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই প্রবাসীদের সমস্যা সম্পর্কে জানলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সমস্যা সমাধানে তেমন অগ্রগতি নেই। এমনকি পুলিশের প্রবাসী সেল যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে।

সভা পরিচালনা করেন সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট ম জাকির মিয়া। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা জজ মুনির হোসাইন পাটোয়ারি ও জাহাংগীর হোসেন, অ্যাটর্নি খাইরুল বাসার, অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট সাইদ মাইনউদ্দিন, অ্যাডভোকেট নুর ফাতেমা, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মোবারক হোসেইন, অ্যাডভোকেট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মাহবুবুর রহমান চৌধুরী ও এম রহমান কিবরিয়া।

 

সভা শেষে নিউইয়র্ক শাখার নুতন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট ম জাকির মিয়া, সহ-সভাপতি আবদুল হাই কাইয়ুম, সাধারণ সম্পাদক এম রহমান কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদ মাইনউদ্দিন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ, আইন সম্পাদক অ্যাডভোকেট আলম, কোষাধ্যক্ষ আখতারুর রহমান এবং কার্যকরী সদস্য অ্যাডভোকেট আসলাম খান, অ্যাডভোকেট শাহ ফরিদ, মুহম্মদ এ রহমান, তোফায়েল আহমেদ চৌধুরী, শাহান মজুমদার, ফারুক মাহমুদ চৌধুরী, মনিজা রহমান, অ্যাডভোকেট নুর ফাতেমা, অ্যাডভোকেট রেদওয়ান রাজ্জাক এবং রিনা আবেদিন।

উপদেষ্টারা হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ আলি বাবুল, অ্যাটর্নি অশোক কে কর্মকার, অ্যাটর্নি খাইরুল বাসার, অ্যাডভোকেট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, অ্যাডভোকেট কাজী শামসুদ্দোহা, অ্যাডভোকেট মুজিবর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী ও মো. শহিদুজ্জামান।


 বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
ইএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।