ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

মঙ্গলবার অবকাশে সুপ্রিম কোর্ট, খোলা জজকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
মঙ্গলবার অবকাশে সুপ্রিম কোর্ট, খোলা জজকোর্ট

ঢাকা: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি মঙ্গলবারের (১৯ অক্টোবর) পরিবর্তে বুধবার (২০ অক্টোবর) পুনঃনির্ধারিত হওয়ায় আদালতের ছুটিতেও পরিবর্তন এসেছে।

এ কারণে মঙ্গলবার নিম্ন আদালত খোলা থাকলেও উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকবে।

কিন্তু এদিন খোলা থাকবে হাইকোর্ট ও আপিল বিভগের অফিস। পাশাপাশি বুধবার সরকারি ছুটিতে থাকবে সুপ্রিম কোর্ট।

এ বিষয়ে রোববার (১৭ অক্টোবর) পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।     

সুপ্রিম কোর্টের বিষয়ে জারি করা বিজ্ঞপ্তির ভাষ্যমতে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর সরকারি ছুটি পুনঃনির্ধারিত হওয়ায় ১৯ মঙ্গলবারের পরিবর্তে ছুটি বুধবার পুনঃনির্ধারণ করা হলো। এমতবস্থায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি ঘোষণা করা হলো এবং এদিন উভয় বিভাগের অফিস খোলা থাকবে।

নিম্ন আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর সরকারি ছুটি পুনঃনির্ধারিত হওয়ায় দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালের ছুটির নির্ধারিত তারিখ ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর পুনঃনির্ধারণ করা হলো।

এমতবস্থায় মঙ্গলবার কর্মদিবস হিসেবে দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনাল এবং অফিস খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১৭,২০২১
ইএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।