ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

ঢাকার নতুন জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
ঢাকার নতুন জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান

ঢাকা: ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া।  

সোমবার (১৮ অক্টোবর) আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

ঢাকার জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী গত ৫ অক্টোবর অবসরে যান। শওকত আলী চৌধুরী ২০২০ সালের ৬ জুলাই ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি টাঙ্গাইলের জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।