ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

কুমিল্লার ঘটনায় ইকবালসহ চারজনের ৩ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
কুমিল্লার ঘটনায় ইকবালসহ চারজনের ৩ দিনের রিমান্ড

কুমিল্লা: পুলিশের করা ধর্ম অবমাননার মামলায় ইকবালসহ চার আসামিকে কুমিল্লা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিআইডি।

বুধবার (০৩ নভেম্বর) দুপুর ১টা ৫৫মিনিটের দিকে তাদের হাজির করা হয়।

সেখানে তৃতীয় দফায় পাঁচদিনের রিমান্ড আবেদন করে সিআইডি। আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। কুমিল্লা ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।

সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মুহাম্মদ বলেন, আমরা এ রিমান্ডে সন্তুষ্ট নই। তাই রিভিউ করেছি। রিমান্ড আরও বাড়বে। তাছাড়া তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে। অন্য আসামিরা হলেন ইকরাম, হুমায়ুন ও ফয়সাল।

গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের একটি অস্থায়ী পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে কোরআন শরিফ পাওয়ার ঘটনায় দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।