ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বগুড়ার পৌর মেয়র জাহাঙ্গীরের বরখাস্ত অবৈধ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
বগুড়ার পৌর মেয়র জাহাঙ্গীরের বরখাস্ত অবৈধ  মেয়র জাহাঙ্গীর

ঢাকা: বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বরখাস্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।  

এ আদেশের ফলে জাহাঙ্গীর আলমের বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।  

২০২০ সালের ২৭ অক্টোবর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণের মাধ্যমে বরখাস্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়েছে, বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানার মামলা নম্বর-১৭০৭, তারিখ ২৩১০২০০৭, জিআর-৬০৭ (দুদক), স্পেশাল মামলা নম্বর ৪০৮ এর অভিযোগপত্র এবং দুপচাঁচিয়া থানার মামলা নম্বর ১০, তারিখ ০৮০৯২০১৭ ধারা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধ আইনের ৬(২) এর (ঈ)১২, জিআর ১৫৯১৭ (দুপ) এর অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।

এ কারণে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে তিনি আবেদন করেন। হাইকোর্ট তার আবেদনের শুনানি নিয়ে সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করেন।  

এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করলে আপিল বিভাগ আজকে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।  

দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখান্ত


বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১ 
ইএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।