ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ইভ্যালির রা‌সে‌লের নামে আরও ৩ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
ইভ্যালির রা‌সে‌লের নামে আরও ৩ মামলা ফাইল ফটো

বরিশাল: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ‌্যা‌লির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের নামে তিন‌টি চেক প্রতারণার মামলা করা হ‌য়ে‌ছে ব‌রিশা‌লে।  

রোবব‌ার (২৮ নভেম্বর) ব‌রিশালের অতিরিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তের বিচারক পৃথক তিন‌টি মামলা আম‌লে নি‌য়ে সমন জা‌রি ক‌রেন।

 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন আদাল‌তের বেঞ্চ সহকারী চার‌চিল ও বাদীপ‌ক্ষের আইনজীবী মোস্তা‌ফিজুর রহমান।  

মামলা সূ‌ত্রে জানা যায়, ব‌রিশা‌লের বা‌সিন্দা নিলয় শরীফ মোটরসাইকেল কেনার জন‌্য ৩ লাখ ৫০ হাজার, সা‌দিকুর রহমান সুরুজ ২ লাখ ৭১ হাজার এবং মো. ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ‌্যা‌লির মো. রা‌সে‌লের কা‌ছে দেন। কিন্তু মোটরসাইকেল দি‌তে বিলম্ব হ‌লে এর বিপরী‌তে চেক প্রদান করা হয়। সেই চেক নি‌য়ে ব্যাংকে গেলে ফেরত দেয় কর্তৃপক্ষ।  

প‌রে পোস্ট অফিসের মাধ‌্যমে টাকা ফেরত চে‌য়ে লিগ‌্যাল নো‌টিশ পাঠানো হয় ইভ্যালির রাসেলের কাছে। এতে কো‌নো সদুত্তর না মেলায় পৃথক তিন‌টি মামলা দা‌য়ের করেন নিলয়, সুরুজ ও ফেরদাউস।

এর আগেও ইভ‌্যা‌লির সিইও মো. রাসেলের নামে দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়। প্রতারণার মামলায় তিনি এখন কারাগারে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ন‌ভেম্বর ২৮, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।