ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে হেরোইন বিক্রির দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
সিরাজগঞ্জে হেরোইন বিক্রির দায়ে যুবকের
যাবজ্জীবন

সিরাজগঞ্জ: নিজের কাছে হেরোইন রাখা ও বিক্রির দায়ে সিরাজগঞ্জে মো. ইকতিয়ার (৩১) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জবীন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।  

দণ্ডপ্রাপ্ত মো. ইকতিয়ার সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারী পাড়ার মো. আজাদ বেপারীর ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মো. রাশেদুল ইসলাম বাংলানিউজেকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ২০২০ সালের ১৪ এপ্রিল দুপুরে মাদক কেনাবেচা চলছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহেদ নগর বেপাড়ী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে চৌরাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতা ইকতিয়ারকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ ঘটনায় সদর থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বাদী হয়ে সদর মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দিলেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।