ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রাজশাহী বারের সভাপতি মোজাম্মেল হক মারা গেছেন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
রাজশাহী বারের সভাপতি মোজাম্মেল হক মারা গেছেন  মোজাম্মেল হক

রাজশাহী: রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ২৯ নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন মোজাম্মেল হক। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।  

তার মৃত্যুতে রোববার (৫ ডিসেম্বর) ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে বলেও জানান আইনজীবীদের এই নেতা।  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।