ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সহকারী অ্যাটর্নি জেনারেল উজ্জ্বলের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
সহকারী অ্যাটর্নি জেনারেল উজ্জ্বলের ইন্তেকাল

ঢাকা: সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহমুদন্নবী উজ্জ্বল (৪৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন উজ্জ্বল। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, বাবা, মা, দুই বোনসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।  

খুলনা জেলার তেরখাদা থানার পানতিতা গ্রামের অ্যাডভোকেট গোলাম মোর্তজার ছেলে উজ্জ্বল। উজ্জ্বলের বাবাও সুপ্রিম কোর্টের আইনজীবী।  

মাহমুদন্নবী উজ্জ্বল ২০১৯ সালে ৭ জুলাই বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৯২ সালে ছাত্রলীগ তেজগাঁও কলেজ শাখার সভাপতি ছিলেন এবং যুবলীগ শেরেবাংলা নগর থানার আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।