ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বোনের মামলার হাজিরা দিতে এসে ভাইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
বোনের মামলার হাজিরা দিতে এসে ভাইয়ের মৃত্যু

ঢাকা: আপন বোনের দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভাই মোহাম্মদ শওকত আহমেদ চাবলু।  

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৪ নম্বর এজলাসের সামনে এ ঘটনা ঘটে।

ডিএমপির অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মঙ্গলবার সকালে আদালতে মোহাম্মদ শওকত আহমেদ চাবলু নামের এক আসামি হাজিরা দিতে আসেন। তার বয়স ৫৪ বছর। কোর্টে ওঠার আগে তিনি আদালতের এজলাসের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এরপরে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ এসে দেখে, তিনি মারা গেছেন। পরে কোতায়ালী থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি অ্যাম্বুলেন্সে করে মিডফোর্ড হাসপাতালের নিয়ে যায়।  

কোতোয়ালি থানা সূত্র জানায়, মরদেহটি আমরা আদালত থেকে রাজধানীর মিডফোর্ট হাসপাতালে নিয়েছিলাম। সেখানে তার পরিবারের লোকজনও ছিল। যেহেতু এটি স্বাভাবিক মৃত্যু ছিল, ফলে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
কেআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।