ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ইলিয়াসের নামে সুবহার মামলার প্রতিবেদন ১৯ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
ইলিয়াসের নামে সুবহার মামলার প্রতিবেদন ১৯ জানুয়ারি ইলিয়াস ও সুবহা -ফাইল ছবি

ঢাকা: যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের নামে স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

গত ৩ জানুয়ারি বনানী থানায় মামলাটি করেন অভিনেত্রী সুবহা।

সেই মামলার এজাহার আদালতে আসলে তা গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন।

বুধবার (৫ জানুয়ারি) আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক সাইফুর রহমান এ তথ্য জানান।

মামলায় অভিযোগ করা হয়, গত বছর সেপ্টেম্বরে সুবহার সঙ্গে ইলিয়াসের পরিচয় হয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। গত ১ ডিসেম্বর তারা বিয়ে করেন। তখন সুবহার পরিবারের পক্ষ থেকে ইলিয়াসের চাহিদা মোতাবেক ১২ লাখ টাকা মূল্যের রোলেক্স ব্রান্ডের ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেওয়া হয়। কিন্তু এতেও ইলিয়াস সন্তুষ্ট হয়নি।

এরপর সুবহা জানতে পারেন ইলিয়াস আগেও একাধিক বিয়ে করেছেন এবং অসংখ্য প্রেমের সম্পর্ক চলমান। এরই মাঝে ইলিয়াস সুবহার কাছে ফ্ল্যাট কেনাবাবদ ৫০ লাখ এবং গাড়ির জন্য আরও ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এছাড়া গত ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল কেনার জন্য সুবহার মায়ের কাছে আরও ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন ইলিয়াস। তাকে আড়াই লাখ টাকা দেয় সুবহার পরিবার। পরবর্তীতে গত ২৭ ডিসেম্বর দুপুরে ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য ৮০ লাখ টাকা চান ইলিয়াস। এনিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। এরই জেরে রাত ৮টার দিকে সুবহাকে শারীরিক নির্যাতন করেন।

পরদিন আবারও ৮০ লাখ টাকা যৌতুক চান ইলিয়াস। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে সুবহাকে কিল-ঘুষি-লাথি ও চুলের মুঠি ধরে মাথা দেয়ালের সঙ্গে ঠুকে আহত করেন ইলিয়াস। এরপর তিনি সুবহাকে ব্যথার ওষুধ বলে অন্য ওষুধ খাওয়ান।

এতে কিছুক্ষণ পর সুবহা অজ্ঞান হয়ে পড়েন। সেই সুযোগে ইলিয়াস আলমারিতে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা নিয়ে যায়। সুবহার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

>>>আরও পড়ুন: ইলিয়াসের নামে মামলা করলেন সুবাহ 

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০২২
কেআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।