ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় ১ জনকে আমৃত্যু, ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
কুষ্টিয়ায় ১ জনকে আমৃত্যু, ২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে শহিদুল ইসলাম (২১) নামে এক যুবককে গলা কেটে হত্যা করায় দুই আসামিকে যাবজ্জীবন ও এক আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন কুমারখালী উপজেলার কালিকাতলা এলাকার মৃত মুনছের মোল্লার ছেলে সালাম মোল্লা।

আর যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- একই এলাকার হারুনার রশিদ হারুর ছেলে রেজাউল জোয়ার্দার কালু এবং শানপুকুরিয়া এলাকার আমির হামজার ছেলে সাইফুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৩ মে রাতে শহিদুল ইসলাম নিখোঁজ হন। পরে ২৮ মে সকাল ৬টার দিকে কালিতলা এলাকায় একটি ডোবায় তার গলাকাটা মরদেহ শনাক্ত করেন পরিবারের লোকজন। খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সেদিনই নিহত শহিদুল ইসলামের বাবা মুনছের আলী বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের  করেন।

মামলার তদন্ত শেষে ২০১১ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ১৮ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন এবং এ রায় দেন।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীত ভাবে দোষী প্রমাণিত হওয়ায় একজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।