ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

চলন্ত বাস থেকে ফেলে হত্যা: প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
চলন্ত বাস থেকে ফেলে হত্যা: প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি

ঢাকা: ভাড়া নিয়ে তর্কের জেরে ইরফান নামে এক যাত্রীকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।  

শুক্রবার (২১ জানুয়ারি) মামলার এজাহার আদালতে আসে।

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর তা গ্রহণ করে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

রাজধানীর নবাবপুরের একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করতেন ডেমরার ইরফান (৪৮)। কর্মস্থলে যাওয়ার জন্য বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে গ্রিনবাংলা বাসে উঠেছিলেন। বাসটি নবাবপুরে পৌঁছার আগে ভাড়া নিয়ে সহকারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ওয়ারীর জয়কালী মন্দির মোড়ে চলন্ত গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন ওই বাসের সহকারী। গুরুতর অবস্থায় ইরফানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পরে তার পরিবার ওয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।