ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

রাজশাহী বারে জাতীয়তাবাদী আইনজীবীদের নিরঙ্কুশ জয়

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
রাজশাহী বারে জাতীয়তাবাদী আইনজীবীদের নিরঙ্কুশ জয়

রাজশাহী: রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে (২০২২) জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে জয় পেয়েছে।  

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফলে তারা নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে।

 

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৬৩৮ জন ভোটারের মধ্যে ৬০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের নির্বাচনেও গত বছরের ন্যায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে পরাজিত করেছে। এর মধ্যে সাধারণ সম্পাদক সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।  

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী।

এছাড়া বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আবুল কাসেম-পারভেজ জাহেদী প্যানেল থেকে সহসভাপতি পদে এ কে এম মিজানুর রহমান, মাহবুবুল ইসলাম, আবু মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক (১) সাধারণ পদে আতিকুর রহমান ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক (২) কল্যাণ তহবিল পদে নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক পদে সেলিম রেজা মাসুম, লাইব্রেরি সম্পাদক পদে রিয়াজ উদ্দীন, সম্পাদক অডিট পদে আজিমুশ সান উজ্জ্বল, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন পদে মোজাম্মেল হক (২), সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার পদে রজব আলী জয়ী হয়েছেন।

এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের বিজয়ী ৯ সদস্য হলেন- আফতাবুর রহমান, সাইদুর রহমান তালুকদার, আমজাদ হোসেন (৩), রাকিবুল ইসলাম রাকিব, হাসানুল বান্না সোহাগ, অলিউল ইসলাম, সেকেন্দার আলী, আব্দুল বারী ও নূসরাত মেহেজেবীন সুমি।

সকালে রাজশাহী বারের ১ নম্বর ভবনের দ্বিতীয় তলায় স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট নেওয়া হয়। রাতে রাজশাহী বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ভোটগণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সেলিম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।