ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

হেরোইন মামলায় একজনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
হেরোইন মামলায় একজনের যাবজ্জীবন 

মেহেরপুর: হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সোহেল রানা নামের এক হেরোইন বিক্রেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৩ মার্চ) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত সোহেল মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের জাফরের ছেলে।

মামলার বিবরণে প্রকাশ, ২০২০ সালের ৫ এপ্রিল মেহেরপুর ডিবির উপ-পরিদর্শক (এসআই) মেজবাহুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল গাংনী উপজেলার হিন্দা বিলপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় সোহেলকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। ওই ঘটনায় ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ৮ (গ)/৪১ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ইনস্পেক্টর খন্দকার শাহ আলম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২০ সালের ২৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। এতে আসামি সোহেল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন।  

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন কৌশলী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।