ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার দায়ে যুবকের ফাঁসি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার দায়ে যুবকের ফাঁসি 

টাঙ্গাইল: টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে মো. মাজেদুর রহমান (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাজেদুর টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আলী আহমদ বাংলানিউজকে জানান, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মগড়া ইউনিয়নের আখ ক্ষেত থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর (১২) গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১০ সেপ্টেম্বর ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়। ওই রাতেই নিহতের ভাই বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। ১১ সেপ্টেম্বর পুলিশ তদন্তের একপর্যায়ে মাজেদুর রহমানকে গ্রেফতার করে। পরে মাজেদুর মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সাক্ষ্য ও স্বীকারোক্তি যাচাই বাছাই শেষে সোমবার মাজেদুরকে মৃত্যুদণ্ড দেন আদালত।

নিহত স্কুলছাত্রীর মা ও ভাই বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।