ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

আফরোজা হত্যা: গাড়িচালক ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
আফরোজা হত্যা: গাড়িচালক ৫ দিনের রিমান্ডে

ঢাকা: সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার আফরোজা সুলতানা হত্যা মামলায় গাড়িচালক হৃদয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর রিমান্ডের এ আদেশ দেন।

এদিন গোয়েন্দা পুলিশ (ডিবি) বাড্ডা থানায় দায়ের করা মামলায় হৃদয়কে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সিএমএম আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রণপ কুমার এ তথ্য জানান।

গত ১৩ মার্চ মধ্য বাড্ডা এলাকার ভাড়া বাসায় আফরোজা সুলতানার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আফরোজা সুলতানার ছোট ভাই আব্দুল মাজিদ বাড্ডা থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।