ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে ইয়াবাসহ কারারক্ষী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
বরিশালে ইয়াবাসহ কারারক্ষী গ্রেফতার

বরিশাল: বরিশালে ইয়াবাসহ এক কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া কারারক্ষীর সঙ্গে থাকা আরেক কারারক্ষীকে কারা কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হবে বলে জানা গেছে।

নাঈম ও হাসনাইন বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত।

বুধবার (২৩ মার্চ) দুপুরে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ মার্চ) রাতে অভিযান চালিয়ে কারারক্ষী নাঈম ও হাসনাইনকে আটক করা হয়। হাসনাইনের কাছ থেকে ইয়াবা না পাওয়া গেলেও নাঈমের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সেবনের জন্য এ ইয়াবা তার কাছে ছিল।

এ ঘটনায় নাঈমের নামে মামলা দায়ের করা হয়েছে এবং হাসনাইনকে কারা কর্তৃপক্ষের জিম্মায় দিয়ে দেওয়া হবে বলে জানান ওসি।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার প্রশান্ত কুমার বণিক বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ ঘটনায় নাঈমের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বরখাস্ত করা হবে। পাশাপাশি হাসনাইনেয়র বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।