ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

অ্যাডভোকেট মোমতাজ মেহেদীর আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
অ্যাডভোকেট মোমতাজ মেহেদীর আগাম জামিন হাইকোর্ট

ঢাকা: দ্বিতীয় স্ত্রীর করা ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৮ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ তাকে এ জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা শোয়েব মোহাম্মদ মুহিত।

রোববার (২৭ মার্চ) রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন মোমতাজ উদ্দিন মেহেদীর দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুঁই।

পরে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী সাংবাদিকদের বলেন, বাদী আমার চেম্বারের জুনিয়র আইনজীবী ছিলেন। আমি তাকে বিয়েও করেছিলাম। কিন্তু তিনি বিয়ের পর থেকেই আমার রাজনৈতিক শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বিষয়টি জানতে পেরে আমি তাকে তালাক নোটিশ দেই। তালাক নোটিশে ক্ষুব্ধ হয়েই বিরুদ্ধে এ ধর্ষণ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।