ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

গৃহবধূ খুনের মামলায় এসি মিস্ত্রির স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
গৃহবধূ খুনের মামলায় এসি মিস্ত্রির স্বীকারোক্তি

ঢাকা: রাজধানীর সবুজবাগে গৃহবধূ তানিয়া আফরোজকে (২৬) খুনের মামলায় এসি মেরামতের টেকনিশিয়ান বাপ্পী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।  

সোমবার (৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

গত ২৯ মার্চ বাপ্পীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে সোমবার বাপ্পীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাশার। এ সময় বাপ্পী স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে বাপ্পীর দুই সহযোগী রুবেল ফকির ও সুমন হোসেন ওরফে হৃদয়ও পাঁচ দিনের রিমান্ডে আছে।  

জানা যায়, গত ২৬ মার্চ সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলার একটি বাসায় দুই শিশুকে বেঁধে রেখে তাদের সামনে মা তানিয়া আফরোজকে নৃশংসভাবে হত্যা করা হয়। আফরোজা দুই শিশু সন্তানকে নিয়ে বসবাস করতেন। স্বামী ময়নুল ইসলাম ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে টেকনোলজিস্ট পদে চাকরি করেন।

এ ঘটনায় পর দিন ময়নুল ইসলাম সবুজবাগ থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।