ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

দুই কৃষকের বিষপান: সাখাওয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
দুই কৃষকের বিষপান: সাখাওয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামে দুই সাঁওতাল কৃষকের বিষপানে মৃত্যুর ঘটনায় গ্রেফতার নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে আদালত এ আদেশ দিয়েছেন।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামি সাখাওয়াত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড চেয়েছিলেন। মঙ্গলবার শুনানির পর আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। তবে আসামিকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

এর আগে গত ২১ মার্চ গোদাগাড়ীর নিমঘটু গ্রামের কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেন। এতে তাদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বোরো ধানের জমিতে পানি না পেয়ে তারা বিষপান করেন।

এ ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুটি মামলা হয়েছে। তাকে নলকূপ অপারেটর পদ থেকে বরখাস্ত করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।

গত ২৫ মার্চ রাতে মৃত অভিনাথের স্ত্রী রোজিনা মারান্ডি থানায় প্রথম মামলাটি করার পর থেকেই ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াতকে পাওয়া যাচ্ছিল না। পরে ২ এপ্রিল দিনগত রাত ১টার দিকে চব্বিশনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ৩ এপ্রিল তাকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডে চায় পুলিশ। সেদিন আদালত সাখাওয়াতকে কারাগারে পাঠান।

ঘটনার তদন্তে গঠিত কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে তারা পানি বণ্টনে সাখাওয়াতের নানা অনিয়ম পেয়েছে। এছাড়া গভীর নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষও (বিএমডিএ) আলাদা তদন্ত করে। সেখানেও সাখাওয়াতের অনিয়ম বেরিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।