ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

ট্রাইব্যুনালে এক আসামির শর্ত সাপেক্ষে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
ট্রাইব্যুনালে এক আসামির শর্ত সাপেক্ষে জামিন

ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলায় খুলনার ডুমুরিয়ার শেখ আব্দুর রহিমকে (৭৩) শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আসামি শেখ আব্দুর রহিমের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও শেখ মুশফেক কবির।

আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান জানান, ২০১৭ সালের এপ্রিলে আব্দুর রহিম গ্রেফতার হয়েছেন। ২০১৮ সালে তিনি কারাগারে স্ট্রোক করেছেন। এখন আর কারো সাহায্য ছাড়া চলতে পারেন না। আদালত তাকে জামিন দিয়েছেন। তবে তিনি নিজ বাড়িতে থাকবেন। কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। মামলাটিতে ১৭ জনের সাক্ষ্য হয়েছে। আর প্রতি ধার্য তারিখে তিনি আদালতে হাজির হবেন।  

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, ১৯৭১ সালের ১৮ মে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রাম থেকে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা আনু মোল্লা ওরফে আজিজ শেখ, মজিদ বিশ্বাস, সাহেব আলী, শামসুল মোল্লা, ইমাম শেখ, আমজাদ সরদার, আব্দুল লতিফ মোড়ল ও কাওসার শেখসহ নয়জনকে ধরে নির্যাতন করতে করতে রানাই এলাকার বকুলতলা এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের গুলি করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয়।

এ মামলায় ১১ আসামিদের মধ্যে দুজন মারা যায়। বাকি নয়জনের মধ্যে একজন পলাতক। আব্দুর রহিম জামিন পাওয়ায় এখন কারাগারে সাতজন রয়েছেন বলে জানান আব্দুস সাত্তার পালোয়ান।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।