ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

নিউমার্কেটে সংঘর্ষ

মেয়র তাপসকে নিয়ে গুজবের অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
মেয়র তাপসকে নিয়ে গুজবের অভিযোগে মামলা

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, রাজধানীর নিউমার্কেটে সহিংসতার ঘটনায় মেয়রকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর এবং শান্তি শৃঙ্খলা পরিপন্থি তথ্য ছড়িয়ে উসকানি দেওয়া হয়েছে, এমন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেখ ফজলে নূর তাপসের সহকারী মনিরুল ইসলাম অজ্ঞাতপরিচয় ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।