ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ১৯, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় জাহির হোসেন (৩০) নামে এক হেরোইন বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালাত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়ার মৃত আশরাফুলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আঞ্জুমান আরা জানান, গত ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর সুন্দরপুর ইউনিয়নের খড়িবোনা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ জাহিরকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর একটি দল। ওই দিন র‌্যাব-৫ এর সেই সময়ের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে তার নামে সদর থানায় মামলা করেন।

পরে এ মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন এসআই ওসমান গনি ২০১৮ সালের ২০ অক্টোবর জাহিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানির পর অভিযোগ প্রমাণ হওয়ায় আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ১৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।