ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

প্যারাসিটামলে ১০৪ শিশুর মৃত্যু: প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা দিতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ২, ২০২২
প্যারাসিটামলে ১০৪ শিশুর মৃত্যু: প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা দিতে হবে

ঢাকা: ১৯৯১ এবং ২০০৯ সালে বিষাক্ত প্যারাসিটামল সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় মোট ১০৪ শিশুর প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

২০১০ সালে এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ওষুধ প্রশাসন অধিদপ্তরকে আদালতের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আর ওষুধ প্রশাসন অধিদপ্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি থেকে এ অর্থ আদায় করবেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

১৯৯১ সালে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে ৭৬ শিশু মারা যায়। এরপর ২০০৯ সালে রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবনে মারা যায় আরও ২৮ শিশু।  

এ দুই ঘটনা নিয়ে ২০১০ সালে হাইকোর্টে জনস্বার্থে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

রিটে ওই সময় প্রকাশিত সংবাদ প্রতিবেদন যুক্ত করা হয়।

পরে একই শুনানি শেষে রুল জারি করেন। সেই রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ০২, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।