ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

না.গঞ্জে মাদক বিক্রেতার ১৪ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুন ৮, ২০২২
না.গঞ্জে মাদক বিক্রেতার ১৪ বছর কারাদণ্ড প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাওন মিল্কি (২০) নামে এক মাদক বিক্রেতাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ এর বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।

শাওন মুন্সীগঞ্জ জেলার হাতিমারা তিনসিড়ি এলাকার শামীম মিল্কির ছেলে।

২০২১ সালের ১০ আগস্ট সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে অভিযান চালিয়ে ৮৮ বোতল ফেন্সিডিলসহ শাওনকে গ্রেফতার করে র‍্যাব।

সাজার বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি আব্দুর রহিম বলেন, আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমানের ভিত্তিতেে এ রায় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ৮, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।