ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০২২
স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ময়মনসিংহ: স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামী মো. হাবিবুর রহমান বুসাকে (৫৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল ৩টার দিকে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় দেন।  

ঘটনার ১০ বছর পর এই মামলার রায় ঘোষণা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ফখরুল ইসলাম।  

তিনি বাংলানিউজকে জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলার ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ‍্যে উপর্যুপরি আঘাত করেন স্বামী হাবিবুর বুসা। এতে ঘটনাস্থলেই স্বপ্নার মৃত্যু হয়। মায়ের খুনের ঘটনায় ত্রিশাল থানায় বাবা হাবিবুর বুসাকে আসামি করে একটি হত‍্যা মামলা দায়ের করে ছেলে রুবেল মিয়া।  

ওই মামলায় দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামির উপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি  (এপিপি) অ‍্যাডভোকেট মো. ফরিদ আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।