ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

পিরোজপুরে অস্ত্র মামলায় ডাকাতের ১৭ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ২৩, ২০২২
পিরোজপুরে অস্ত্র মামলায় ডাকাতের ১৭ বছরের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শহিদুল ইসলাম (৫২) নামে এক ডাকাত সদস্যকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম পলাতক। তিনি একই উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ১০ আগস্ট পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ডাকাত সদস্য শহিদুল ইসলাম জানান যে তার কাছে একটি পাইকগান আছে। এরপর পুলিশ শহিদুলের বাড়ির রান্নাঘর থেকে পাইপগান ও দুটি গুলি জব্দ করে। এ
ঘটনায় পুলিশ বাদী হয়ে শহিদুলের নামে অস্ত্র আইনে থানায় মামলা করে। এরপর ভান্ডারিয়া থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেন আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দিলেন আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের এপিপি মো. জহুরুল ইসলাম বলেন, মামলা চলাকালে শহিদুল ইসলাম আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করেছেন। তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।