ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
মাদক মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহে ইয়াবা মামলায় মো. কবির (২৫) নামে এক মাদক কারবারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. কবির ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চরপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (২৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদাত হোসেন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ জেলা জজ ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম।

তিনি জানান, ২০১৮ সালের ৯ এপ্রিল ত্রিশাল থানার পুলিশ ৫৫টি ইয়াবা বড়িসহ মাদকবিক্রেতা কবিরকে আটক করে মামলা দায়ের করেন।

ওই মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি কবিরকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে বর্তমানে আসামি কবির পলাতক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।