ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

কিশোরগঞ্জে হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
কিশোরগঞ্জে হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে হত্যা মামলায় আবু বাক্কার (৬০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সায়েদুর রহমান খান এ রায় দেন।  

এসময় আসামি আবু বাক্কার আদালতে উপস্থিত ছিলেন। তিনি জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা।

আদালত ও মামলার বিবরণে জানা গেছে, রুকন চন্দ্র বণিক নামে এক যুবক ধর্মান্তরিত হয়ে নিজের নাম দেন উমর ফারুক। তিনি কিশোরগঞ্জ শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকার মধুচন্দ্র বণিকের ছেলে। উমর ফারুক ধর্মান্তরিত হলে আবু বাক্কারের সৎ মেয়ে শারমিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তাদের এ সম্পর্ক মেনে নিতে পারেননি আবু বাক্কার। এরই জেরে ২০১৯ সালের ৩০ মে দুপুরে উমর ফারুককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আবু বাক্কার। এ ঘটনায় ওইদিনই শারমিন আক্তার বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় সৎ বাবা আবু বাক্কারের নামে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার সরকার তদন্ত শেষে ২০১৯ সালের ১২ জুলাই আদালতে আবু বাক্কারের নামে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য ও জেরা শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার দুপুরে আদালত এ রায় দেন।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত পিপি) অ্যাডভোকেট মো. আবু সাঈদ ইমাম মামলার রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।