ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

শৈলকুপায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
শৈলকুপায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন আদালতে থেকে আসামিকে কারাগারে নেওয়া হচ্ছে।

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার ফলিয় গ্রামে চার বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করে শিশুটিকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



সোমবার (২২ আগস্ট) ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি দুপুরে শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামে শিপন মণ্ডল প্রতিবেশী চার বছরের শিশুকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে গিয়ে নির্যাতনের কথা বলার পর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

এ ঘটনায় ওইদিনই শিশুটির দাদা বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন।

মামলা তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত অভিযুক্ত শিপনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।